বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১
The Daily Post

তাড়াশে অস্ত্রসহ একজন গ্রেপ্তার 

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

তাড়াশে অস্ত্রসহ একজন গ্রেপ্তার 

সিরাজগঞ্জের তাড়াশে পুলিশ অভিযান চালিয়ে মাদকসহ আগ্নেয় অস্ত্র উদ্ধার করেছে। এ সময় এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তাড়াশ থানার উপপরিদর্শক সুভাষ চন্দ্র বিশ্বাস বিষয়টি জানিয়েছেন। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে উপজেলার জন্তিপুর  গ্রামে এস আই সুভাষ চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে একদল পুলিশ অভিযান  চালায়। এ সময় আদম আলীর বসত ঘরে ড্রামের ভিতরে রাখা একটি আগ্নেয় অস্ত্র ও দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়। 

এ ঘটনায় জন্তিপুর গ্রামের মৃত  সিকান্দার আলীর ছেলে মো. আদম আলীকে ( ৩৭) গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আদম আলীর বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। তাড়াশ থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, ইতোমধ্যেই আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

টিএইচ